ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ২৬ পৌষ ১৪৩১
good-food
১৪

সৌদি আরবে নজিরবিহীন বন্যা, মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ৯ জানুয়ারি ২০২৫  

নজিরবিহীন বন্যার কবলে পড়েছে সৌদি আরব। এতে মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) মরুর দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) এ তথ্য জানিয়েছে।

গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যার মুখে পতিত সৌদি। ফলে দেশটির একাধিক শহরের রাস্তাঘাট ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েক দিন ধরে থাকবে। পবিত্র শহর মক্কা ও মদিনা এবং পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় লাল সতর্কতা সংকেত দেখানো হয়েছে। 

এছাড়া রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে। তবে সেখানেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এক বিবৃতিতে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসবে দেখা গেছে, বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে পানি ক্রমশ বাড়ছে। মরুর বুকে যা বিরল দৃশ্য।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর