ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
৯৪০

সৌদিতে করোনায় ৭২৩ বাংলাদেশির মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০০ ২৯ জুলাই ২০২০  

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭২৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেখানে করোনায় অন্তত ৮ জন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

 বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ  প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাদের রূহের মাগফেরাত কামনা করেন।

 গোলাম মসীহ বলেন, ‘এ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন।