ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯২৭

সৌদিতে দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৮ ২ মে ২০১৯  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

নিহতরা সবাই প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

হতাহতরা সবাই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন।

 

 

আজ বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় মাইক্রোবাসের চাকা বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

গাড়িতে ড্রাইভারসহ মোট ১৭ জন ছিলেন।

 

এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

 

গাড়িতে থাকা আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুইজন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 

লাশ ১০টি সাগরা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে বলে দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন।

প্রবাস বিভাগের পাঠকপ্রিয় খবর