ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯৯

স্বর্ণের বাজারে ধস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ৮ মার্চ ২০২৩  

আন্তর্জাতিক বাজারে ১ দিনের ব্যবধানে স্বর্ণের বাজারে ধস নেমেছে। বুধবার (৮ মার্চ) দামি ধাতুটির দাম ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান বলেছেন, প্রত্যাশার চেয়ে সুদের হার বেশি বাড়ানো হতে পারে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কাটাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

 

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮১০ ডলার ৮৪ সেন্টে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) যা ছিল ১৮৪৬ ডলার ৩৯ সেন্ট। অর্থাৎ দিনের ব্যবধানে দামি ধাতুটির দাম কমেছে প্রায় ৩৬ ডলার।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য পড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৮১৩ ডলার ৬০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৮৫৪ ডলার ৬০ সেন্টে। অর্থাৎ দিনের ব্যবধানে দামি ধাতুটির দাম কমেছে প্রায় ৪১ ডলার।

 

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, পাওয়েলের বক্তব্যের পর এদিন কেউ স্বর্ণ কিনতে চান না। খুব সামান্য বিক্রি হচ্ছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মূল্যবান ধাতুটির মূল্য ব্যাপক কমেছে।এক অর্থে বলা যায়, বুলিয়ন মার্কেটে ধস নেমেছে।