ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৭৭

স্বাধীনতার পর কোনো বাংলাদেশি ভারত যায়নি: ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৯ ১১ সেপ্টেম্বর ২০১৯  

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পর কোনো বাংলাদেশি  ভারতে যায়নি। তিনি বলেন, 'আসামের নাগরিকপুঞ্জি (এনআরসি) ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু হয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে  মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি মাসব্যাপী কর্মসূিচর অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে ।

মির্জা ফখরুল বলেন, 'নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। কারণ, তাদের সেই বৈধতা নেই, সাহস নেই। আসাম থেকে হুমকি দেওয়া হচ্ছে, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গেছে,  ব্যথা বেড়ে গেছে। তিনি কারও সাহায্য ছাড়া হাঁটতে-চলতে পারেন না। হুইল চেয়ারে চলছেন। কিন্তু, সরকার ও তার কর্মকর্তারা এবং ডাক্তাররা বলছেন, তিনি নাকি সুস্থ আছেন। অসুস্থ অবস্থায় তিনি দিন পার করছেন। আমরা তার সুচিকিৎসার জন্য মুক্তি দাবি করছি।'


মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর