ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৫১

স্মার্ট রিস্ট ব্যান্ডে চেক হার্ট রেট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৭ ১১ ফেব্রুয়ারি ২০২১  

দিন বদলায়, বদল হয় ফ্যাশনেরও। পোশাক থেকে অঙ্গসজ্জা, সর্বত্রই আসে আধুনিকতার ছোঁয়া। হাতঘড়ি বা রিস্ট ওয়াচও ব্যতিক্রম না। সময়ের সঙ্গে সঙ্গে প্রজন্মের হাত ধরে বদল হয়েছে হাতঘড়ির ধাঁচের। বর্তমানে ডায়াল হাতঘড়ি থেকে প্রযুক্তিপ্রেমীদের মন মজেছে স্মার্ট রিস্ট ব্যান্ডে।

 

তবে এ পরিবর্তন একদিনে হয়নি। সরাসরি ডায়াল হাতঘড়ি থেকে একেবারে লাফিয়ে যে স্মার্ট ব্যান্ডে লোকজন হাজির, এ ধারণাও ভুল। দাদা-চাচাদের হাতে একসময় দেখা যেতো বড় বড় খণ্ড খন্ড টুকরোর চেনের ঘড়ি। এলো বদল। এখন যাদের বয়স ৪০ তাদের যৌবন থেকেই মোটামুটি হাতে উঠেছিল স্মার্ট ঘড়ি। 

 

তবে তা আজকের মতো এতটা স্মার্ট নয়। তাতে বড় জোর টাইম দেখা যেতো রেলের সময় অনুযায়ী। খুব বেশি হলে ফুটে উঠতো তারিখ। আর থাকতো অ্যালার্ম। তখনকার বাজারে সাড়া ফেলেছিল এ ঘড়ি।

 

এরপর বদলালো সময়। বদলালো ঘড়ির ধরনও। এখন চলে এসেছে স্মার্ট রিস্ট ব্যান্ড। বাংলাদেশে এখন ব্যাপক জনপ্রিয় এটি। বিভিন্ন শহরে বলা চলে বহু অফিস যাত্রীর হাতে রয়েছে এ স্মার্ট রিস্ট ব্যান্ড। হাল বাংলাদেশির মন মজেছে এতেই।

 

কী কী সুবিধা থাকে স্মার্ট রিস্ট ব্যান্ডে? সুবিধার কথা বলতে গেলে বলতে হয়, কী নেই এতে? সাধারণ সময়-দিন তারিখ দেখা থেকে শুরু করে একেবারে হার্ট রেট চেক করা সব বৈশিষ্ট্য রয়েছে। আপনি কতটা হাঁটছেন, বাইরের আবহাওয়া কেমন, এসব দেখা যায়েএখনকার স্মার্ট রিস্ট ব্যান্ডে। এমনকি হোয়াটসঅ্যাপও ব্যবহার করা যায় এতে।

 

একইসঙ্গে দেখতেও দারুণ আকর্ষণীয় এ স্মার্ট রিস্ট ব্যান্ড। ফলে এগুলো সহজেই নজর কেড়েছে আজকের নবীন প্রজন্মের। অন্যদিকে দামও যে আহামরি তা নয়। এর দামও আগের ঘড়িগুলোর মতোই। ফলে মন কেড়েছে মধ্যবিত্ত শ্রেণির।