ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২১

স্মার্টফোন আসল না নকল চিনবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ২৫ আগস্ট ২০২০  

অনেক সময় কেনার পর দেখা যায় স্মার্টফোন আসল নয়। কষ্টের টাকায় কেনা ফোনটি যদি নকল হয়, তাহলে মেজাজ ধরে রাখা মুশকিল। স্বাভাবিকভাবেই মন ভালো থাকার কথা নয়। বিষয়টি মোটেও সুখকর নয়।

যেকোনও বাজার থেকে কেনার সময় স্মার্টফোন আসল কিংবা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না, তা যাচাই করে কিনুন। অন্যথায় সামান্য ভুলেই বন্ধ হয়ে যেতে পারে শখের ফোনটি। 

আবার বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যেকোনও সময় সেটি বাতিল হয়ে যেতে পারে। তো আপনার স্মার্টফোনটি সংস্থা নিবন্ধিত কি না

কীভাবে জানবেন? চলুন জেনে নেয়া যাক-

#মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না জানতে পারবেন।

#মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।