ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯১৩

হঠাৎ জ্যাকেটের কলার চেপে ধরলেন ফখরুল !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১১ ২৪ জানুয়ারি ২০১৯  

নিজ দলের স্থানীয় নেতার জ্যাকেটের কলার ধরে ফেললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ওই ঘটনার ছবি এখন ভাইরাল। তোলপাড় চলছে দেশজুড়ে।  

ঘটনা বুধবার দুপুরের।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকা ফিরছিলেন। পথে বগুড়ার হোটেল মম ইন-এ যাত্রা বিরতি করেন।

সেখানে সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, এর আগে মহাসচিবের সিংহভাগ অনুষ্ঠানই জেলা বিএনপির উপদেষ্টা শোকরানার মালিকানাধীন হোটেল নাজ গার্ডেনে হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠানটি না করে এবার হোটেল মম ইন-এ করা হয়।

এরই জের ধরে মতবিনিময় সভার জন্য মম ইন হোটেলের লিফটে করে ৭ তলায় ওঠার সময় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম  ‘এ আয়োজনের বিষয়টি জানেন না’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন।

এ কথায় মির্জা ফখরুলের সঙ্গে সাইফুল এবং জেলা বিএনপির সিনিয়র নেতা-কর্মীদের বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে মির্জা ফখরুল  সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেন। এ নিয়ে হৈচৈ শুরু হয়। এতে অনেকেই বিব্রত বোধ করেন। তবে খবরটি ছড়িয়ে পড়ার আগেই অন্য সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা-কর্মী। পরে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান বলেন, ‘ঘটনাটি তেমন কিছু না। আসলে কথা হয়েছে। কোনো বিতন্ডা হয়নি।অ্যাডভোকেট কে এম মাহবুবর রহমান বলেন, ‘বিত- বিষয়ক কিছু ঘটনা ঘটেছে বলে অনুমান করেছি। কিন্তু আমি লিফটের বাইরে ছিলাম বলে পুরো ঘটনা জানি  না।’   

অবশ্য ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়লে নানা ধরণের ব্যাখ্যা দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে।