ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০৪

হঠাৎ ঝড়ে ত্বকের সমস্যা ও করণীয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৭ ২৫ মে ২০১৯  

এখন কালবৈশাখীর মৌসুম। হঠাৎ ঝড়-বৃষ্টির আগমন ঘটে। এতে কেবল স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয় না। নানা শারীরিক সমস্যাও হয়। আকস্মিক ঝড়-বৃষ্টিতে ত্বকে নানা ধরনের সমস্যা হয়। অন্যতম হলো সংক্রমণ। এছাড়া ঝড়ের ধুলা বা বৃষ্টি থেকে ত্বকে র‌্যাশ, চুলকানি বা অ্যালার্জি হয়।

ঝড়ের সময় ও পরে বাতাসে প্রচুর পরিমাণে ধুলো থাকে। এতে নানা ধরনের রাসায়নিকের কণা থাকে। বিভিন্ন জিনিসপত্র বা পুরনো বাড়ি ভেঙে গুঁড়ো বাতাসের ধুলোর সঙ্গে মিশে মানুষের ত্বকের সংর্স্পশে এলে অ্যালার্জি হয়। সংক্রমণ ঘটে।

বাতাসের সঙ্গে ভেসে আসা রাসায়নিকের জেরে উদ্ভূত অ্যালার্জিকে এয়ার বর্ন অ্যালার্জি বলে। বৃষ্টির জমা পানি ত্বকের সমস্যার অন্যতম কারণ। নোংরা জমা পানি পায়ে লাগলে ইনফেকশন পর্যন্ত হতে পারে। যাদের ত্বক স্পর্শকাতর তাদের ওপর ব্যাপক প্রভাব পড়ে।

এছাড়া ঝড়ে গাছপালাও ভেঙে পড়ে। বিভিন্ন গাছের লতাপাতা, ফুল ডালের অংশ ত্বকের সংর্স্পশে এলে নানা সমস্যা হতে পারে। ডায়াবেটিসের রোগীদের প্রচণ্ড সমস্যা হতে পারে। তাই ত্বকের সমস্যা এড়াতে চিকিৎসকরা কী পরার্মশ দিচ্ছেন জেনে নিন?

#ঝড়ের মধ্যে রাস্তায় বেরোনো যাবে না। এসময় ধুলা নাকে-মুখে লেগে বিভিন্ন অ্যালার্জি হতে পারে। পারতপক্ষে ঝড়ের পরও ঢাকা পোশাক পরতে হবে। নাকে প্রয়োজনে মাস্ক পরতে হবে।

# আশেপাশে ভেঙে পড়া গাছপালা বা বাড়ির সংর্স্পশে যাওয়া যাবে না।

# ঝড় শেষ হলেও জানালা-দরজা বন্ধ রাখতে হবে। যেন বাতাসের সঙ্গে থাকা ধুলা শরীরে না লাগে। এতে জীবাণু  নাক, কান, চোখে, মুখে না ঢুকে।

# পায়ে নোংরা পানি বা কাদা লাগলে গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। নখের ভেতরে নোংরা ঢুকলে ভালো করে পরিষ্কার করতে হবে।

সবশেষ পরামর্শ, কখনই স্বেচ্ছাই ওষুধ খাওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ না নিয়ে কখনই কোনো মলম ব্যবহার করা যাবে না। অনেক মলম ওষুধে স্টেরয়েড থাকে। তা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।