ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮২৭

হলে দর্শক কম, ফুটবলের মাঠ কেনো খালি?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩১ ১২ মার্চ ২০২০  

ক’দিন আগে একটি বিষয়ে লিখেছিলাম। সেখানে বলার চেষ্টা করেছিলাম ভালো সিনেমা এবং ভালো সিনেমা হলই শুধু কারণ নয়, আধুনিক প্রযুক্তির প্রভাবে এবং বর্তমান সময় দুই আড়াই ঘন্টা বিনোদন অবসর দর্শকের হাতে এখন আর না থাকার কারণেই হলে দর্শক সংখ্যা কম।


প্রসঙ্গক্রমে বলেছিলাম শুধু সিনেমা হলেই নয়, অতি আধুনিক ব্যবস্হা থাকার পরও থিয়েটারে দর্শক কম। টেলিভিশন দর্শক তুলনামূলকভাবে অনেক কমে গেছে। আগের মত আর গান কেনাবেচা হয়না। ক্যাসেট প্লেয়ার আর টেপরেকর্ডার তো বাজারে নাই বল্লেই চলে। এসবই এখন স্মার্ট ফোনে হাতের মুঠোই বন্দী। এমন কি প্রিন্টিং পেপার পত্রিকারও আগের মত পাঠক নাই। সেখানেও স্মার্ট ফোনে অনলাইন সংবাদ।


আসুন এবার খেলাধুলার দিকে দৃষ্টিপাত করি। আমরা যখন তরুণ - যুবক তখন আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরে তড়িঘড়ি ভাত খেয়ে ছুটতাম স্টেডিয়াম টিকেট কাউন্টারে। তারপর ভিড় ঠেলে টিকেট নিয়ে গ্যালারী দখল করে বসে থাকতাম খেলা দেখার জন্য। খেলা শুরু হওয়া পর্যন্ত বাদাম চিবিয়ে সময় পার করতাম।

 

এখন টিকেট লাগেনা, স্টেডিয়ামের গেট খোলাই থাকে, তবু দর্শক শূন্য গ্যালারী। ফুটবল টুর্নামেন্ট দেখার দর্শক নাই। হকি, ভলিবল এমন কি আগে কাবাডি খেলায় যে পরিমাণ দর্শক হত তার ছিঁটেফোটাও এখন আর দেখা যায়না।  ক্রিকেট ছাড়া এই সবই প্রায় ধীরেধীরে বিলুপ্তির পথে।

 

পার্কের বিকেল এখন পরিত্যক্ত প্রায়। পার্ক এখন রোগমুক্তির প্রাত ভ্রমণের ক্ষেত্র। ডাকঘরের কার্যক্রম প্রায় বিলুপ্তির পথে বলা যায়। কেউ এখন স্বজনের চিঠি কিংবা মানি অর্ডারের জন্য ডাক পিয়নের পথ চেয়ে বসে থাকেনা।

 

ঘরে অফিসে পথে গাড়িতে সময় কাটানোর বড় মাধ্যম এখন স্মার্ট ফোনে ফেসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জার, হোয়াটটআপ। গান বলি সিনেমা বলি খেলা বলি সংবাদ বলি চিঠি বলি মানি অর্ডার বলি, সব - সব এখানে হাতের মুঠোই বন্দী।

 

অযথা শুধু ভালো সিনেমা আর ভালো সিনেমা হলের দোষ দিয়ে কি লাভ! আধুনিক প্রযুক্তির এই প্রভাবের পরও বিভিন্ন সিনেপ্লেক্সে যেটুকু দর্শক হয় তা শুধু সিনেমাকে ভালোবেসে বড় পর্দায় সিনেমা দেখার লোভ সংবরণ করতে না পারার কারণে।


#  সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর