ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭০

হাওয়া’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ২৫ আগস্ট ২০২২  

সময়ের জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীবৃন্দ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়্গ গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ৫ দফা দাবি জানানো হয়। 

 

সংবাদ সম্মেলনে নির্মাতা ও শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে পাঁচ দফা উপস্থাপনা করেন পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। পাঁচ দফা দাবি হলো, ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

 

‘শনিবার বিকেলে’ চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র না পাওয়ার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করতে হবে ও প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করতে হবে।
 

প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন এবং চলচ্চিত্র বা কনটেন্টবিষয়ক কোনো মামলা দায়ের করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা ।

 

নাসির উদ্দিন ইউসুফ বলেন, বাংলা চলচ্চিত্র বিকাশের ক্ষেত্রে বৈপ্লবিক একটা পরিবর্তন ঘটেছে সাম্প্রতিক সময়ে। এমন সময় ‘হাওয়া’র বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলো। ‘শনিবার বিকেলে’ মুক্তি পাচ্ছে না দুই বছর ধরে। তরুণরা নতুন সহস্রাব্দের চলচ্চিত্র নির্মাণ করছে।


 তিনি বলেন, শিল্পের ভাষা যেটা-সেটা থাকতে হবে।  স্বাধীনতা থাকতে হবে শিল্পীর।  দাবি আদায়ে আগামী সেপ্টেম্বর মাসে গোলটেবিল বৈঠক আয়োজন করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষনা করের শিল্পীবৃন্দ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর