ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৫৫৭

হাজারের ওপর করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১২

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৪ ১৩ মার্চ ২০২১  

টানা চারদিনের  মত হাজারের ওপরে করোনা রোগী শনাক্ত হল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

 

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে করোনার ধরনটি বৃটেন থেকে আগত। নতুন এই করোনা রোগীদের ভোগান্তিও বেশী। এর কারনে ঢামেক, মুগদা হাসপাতালসহ আসগর আলী মেডিক্যাল কলেজে রোগী বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ঢাকা সিলেট রোগীর ভিড় প্রতিদিনই বাড়ছে। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর