ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৬৮

হাতব্যাগে ৬ দিনের শিশু, বিমানবন্দরে ধরা মার্কিন নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ৭ সেপ্টেম্বর ২০১৯  

হাতব্যাগে করে ৬ দিনের এক শিশুকে পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন নারী। গেল বুধবার ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে বিস্ময়কর এ ঘটনা ঘটে। 
ফিলিপাইন অভিবাসন ব্যুরোর মুখপাত্র মাবুল্যাক জানিয়েছেন, এ দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন এক মার্কিন নারী। তার হাতব্যাগ থেকে একটি সদ্যোজাত শিশু উদ্ধার করা হয়েছে।
তিনি জানিয়েছেন, ম্যানিলা বিমানবন্দরে ৪৩ বছর বয়সী এক মার্কিন নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স মাত্র ৬ দিন। বিমানবন্দরে ওই নারী একাই ছিলেন। তার সঙ্গে ছিল নিজস্ব পাসপোর্ট। আর ছিল একটি বিশাল সুটকেস। তবে উদ্ধার হওয়া শিশুটির কোনও কাগজপত্র পাওয়া যায়নি।
ওই নারীর কাছেও শিশুটির বিষয়ে কোনও তথ্য মেলেনি। জেরার মুখে জানিয়েছেন, তিনি শিশুটির আত্মীয়া হন। কিন্তু তার প্রমাণ দিতে ব্যর্থ হন অভিযুক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুপাচার করতে গিয়েই ওই নারী ধরা পড়েছেন।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর