ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৯১

হাসপাতালে কাদেরকে দেখে এলেন রাষ্ট্রপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫১ ৩ মার্চ ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ( বিএসএমএমইউ) যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

বিএসএমএমইউতে এসে তিনি ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থার খোঁজ নেন।

এর কিছু সময় আগে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও হাসপাতালে যান গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে।

 

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে কাদেরের বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসা বিষয়ে পরবর্তী করণীয় পর্যালোচনা করতে আরেক দফা আলোচনায় বসেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। পরে ব্রিফিংয়ে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান জানান, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। তার নেতৃত্বেই মেডিক্যাল টিমটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সার্বক্ষণিক দেখভাল করছেন।

রোববার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

চিকিৎসকদের পরামর্শে ওবায়দুল কাদেরকে প্রয়োজনে যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি আছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

 

প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কেউ আইসিইউর ভেতরে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। কেউ অনুভূতি জানাতে চাইলে বাইরে রাখা খাতায় লিখে তা প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ রোগীদের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর