ঢাকা, ৩১ মার্চ সোমবার, ২০২৫ || ১৭ চৈত্র ১৪৩১
good-food
৫৭

হাসপাতালে শাকিরা, পেরুর কনসার্ট বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫০ ১৭ ফেব্রুয়ারি ২০২৫  

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ার বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা। ফলে তার পেরুর কনসার্ট বাতিল হয়ে গেছে। পিপল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, কিছুদিন আগে শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শিরোনামের কনসার্ট ট্যুর শুরু হয়েছে। গত বছরের শুরুতে সেই সফরের ঘোষণা এসেছিল। স্থানীয় সময় রবিবার (১৬ ফেব্রুয়ারি) পেরুর রাজধানী লিমায় দেশটির জাতীয় স্টেডিয়ামে তার পরপর দুটি শো করার কথা ছিল।

 

এর মধ্যে সোশাল মিডিয়ায় শাকিরা জানিয়েছেন, তার পেটের ব্যথা অসহ্যকর পর্যায়ে পৌঁছেছে। ফলে বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

 

শাকিরা বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, রাতে পেটে ব্যথার জন্য আমাকে হাসপাতালের জরুরি বিভাগে যেতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। মঞ্চে ওঠার মতো শারীরিক অবস্থা নেই আমার।

 

বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন শাকিরা এবং তাদের পরামর্শেই কনসার্ট বাতিল করেছেন তিনি। গায়িকা বলেন, মঞ্চে উঠতে না পারার জন্য আমি দুঃখিত। পেরুতে আমার ভক্তদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভক্ত অনুরাগীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি। গায়িকা আশা করছেন,শিগগিরই পারফর্মেন্সের জন্য যথেষ্ঠ সুস্থ হয়ে উঠবেন।

 

বাতিল হওয়া কনসার্টের নতুন তারিখ নিয়ে শাকিরা জানিয়েছেন, আয়োজক ও প্রচারকরা ইতোমধ্যে নতুন তারিখ ঠিক করতে কাজ করছেন। চলতি মাসের শুরুতে সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উৎসর্গ করেছেন কলম্বিয়ার গায়িকা। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য চুতর্থবার গ্র্যামি জেতেন তিনি।

 

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল। উন্মাদ হয়ে পড়েছিল তরুণ-তরুণীরা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর