ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৬

হাসানের ৫ উইকেটে হলো যত কীর্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:১৭ ২১ সেপ্টেম্বর ২০২৪  

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। স্বাগতিকদের স্কোরটা আরও বড় হতে পারত, তবে দ্বিতীয় দিনের শুরুতে তাসকিনে আহমেদের দুর্দান্ত বোলিংয়ে টপাটপ ৩ উইকেট হারায় ভারত। সেই সঙ্গে হাসান মাহমুদের আরেক শিকারে দিনের এক ঘণ্টার মধ্যেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আগের দিনের ৪ উইকেটসহ হাসানের উইকেট সংখ্যা দাঁড়ায় ৫টি। আর তাতে বেশ কিছু কীর্তি যোগ হয়েছে হাসান মাহমুদের নামের পাশে।

 

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশি পেসার। সেখানেই শেষ নয়, হাসানের কল্যাণে ১৭ বছর আগের স্মৃতি ফিরেছে ভারতে। দেশটিতে খেলতে গিয়ে হাসানের আগে এশিয়ার পেসারদের মধ্যে শেষবার ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার ইয়াসির আরাফাত। ২০০৭ সালে বেঙ্গালুরুতে ১৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

 

এছাড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে পরপর দুই টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন ২৪ বছর বয়সী এ ডানহাতি পেসার। কয়েকদিন আগে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ বার উইকেট উদযাপন করেছেন তিনি। হাসানের আগে এ কীর্তিটা করতে পেরেছিলেন কেবল বরিউল ইসলাম জীবন। জাতীয় দলের সাবেক পেসার ২০১৩ সালে হারারেতে পরপর দুই টেস্টে এ কীর্তি করেছিলেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর