ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০২

হিজাব বিতর্ক: নিষেধাজ্ঞার নিন্দা জানালেন মালালা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ৯ ফেব্রুয়ারি ২০২২  

পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই শ্রেণিকক্ষে হিজাব পরার অধিকারের জন্য লড়াই করা ছয় ভারতীয় শিক্ষার্থীর সমর্থনে মুখ খুলেছেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এ নিষেধাজ্ঞাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

 

১৫ বছর বয়সে মালালা মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারের পক্ষে কথা বলার জন্য পাকিস্তানে তালেবানের আক্রমণের শিকার হন। তালেবান সদস্যরা তাকে গুলি করলে গুরুতর আহত হয়েছিলেন প্রত্যন্ত সোয়াত অঞ্চলের বাসিন্দা।   

 

২৪ বছর বয়সী এই অধিকার কর্মী টুইট করে বলেছেন, ‘মেয়েদের হিজাব পরে ক্লাসে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর ব্যাপার। … নারীদের বস্তু হিসেবে দেখা অব্যাহত রয়েছে। পোশাক কম বা বেশি পরা উভয়ের জন্য। ’

 

এবার মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও হিজাবের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাম্পাসে হিজাব পরা এক ছাত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর