ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
৩১২

হিরো আলমের জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৭ ২৯ জানুয়ারি ২০২৩  

সোশ্যাল মিডিয়ায় বহুল আলোাচিত হিরো আলম।  অভিনয়ের পাশাপাশি তিনিরাজনীতিতে  নাম লিখিয়েছেন। এবার সংসদের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো। প্রচারণা চালাচ্ছেন বেশ জোরেশোরে। অন্যান্য প্রার্থীদের তেমন হাকডাক শোনা না গেলেও নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। 

 

এবার হিরোর পাশে দাঁড়িয়ে একতারা প্রতীকে ভোট চাইলেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। নির্বাচনী এলাকায় হিরোকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় তাকে। এ নায়িকা শহরের সাতমাথায় গভীর রাতে প্রচারণা চালান।

 

একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মুনমুন বলেন, উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো স্নেহের ছোট ভাই। ও বলল, আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান। ব্যস্ততার মধ্যেও তার জন্য ভোট চাইতে এসেছি। তিনি প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। প্রান্তিক মানুষের কষ্ট ভালোভাবে বোঝেন। মানুষের জন্য কাজ করতে চান। উনি নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

 

হিরো বলেন, ভোটারদের চমক দেখাতে মুনমুন আপুর পাশাপাশি রাতে বগুড়া-৬ আসনে চিত্রনায়িকা জেসমিন, নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পীই ভোট চেয়েছেন।