ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২২৪

হুঁশিয়ার, সাবধান

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২২ ৩১ মে ২০১৯  

১. লিচু খেয়ে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর গতবছর আমাদের ভীত করেছিল। খালিপেটে পুরোপুরিভাবে না পাকা লিচু খেলে অনেকের বিশেষত শিশুদের বিপদ হতে পারে।

 

২. অপরিপক্ক লিচুতে হাইপোগ্লাইসিন নামক রাসায়নিক পদার্থ থাকে। খালি পেটে এটি খেলে আমাদের শরীরের মধ্যে সেই হাইপোগ্লাইসিন বিশেষ বিক্রিয়ার মাধ্যমে  Methyl propylglycine  নামের বিষাক্ত পদার্থ তৈরী করে। ফলে, রক্তে গ্লুকোজের মাত্রা আশংকাজনক মাত্রায় কমে যায়। পরিণামে বমি হতে থাকে। শিশুদের Convulsion ( খিঁচুনি) শুরু হয়। শিশু অজ্ঞান হয়ে পড়ে। এমনকি মৃত্যুও হতে পারে ।

 

৩. ক্যারাবিয়ান দেশগুলিতে এই বিষয়টি চিকিৎসকরা প্রথম নির্ণয় করেন। ভারতেও এই ঘটনার অসংখ্য প্রমাণ মিলেছে। সম্প্রতি বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ায় সর্বসাধারণের মানুষ সচকিত হয়ে উঠেছেন।

 

৪. এখন মধুমাস। লিচু বাজারে উঠতে শুরু করেছে। কিন্তু, কোনক্রমেই সপরিবারে খালি পেটে অপরিণত লিচু খেয়ে আপনার শিশুসহ অন্যদের অসুস্থতার দিকে ঠেলে দেবেন না।

 

লেখক :  মেজর ডা. খোশরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিষ্ট ইন ফার্মাকোলজি, আর্মি মেডিকেল কোর।