ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ৯ পৌষ ১৪৩১
good-food
৮৪

হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধজাহাজ বিপর্যস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ১৩ নভেম্বর ২০২৪  

ইয়েমেনের উপকূল থেকে যাত্রার সময় মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।
 

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) বাব-আল মান্দেব প্রণালিতে টহলের সময় অন্তত ৮টি ড্রোন ও ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। হুতিরা জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহম লিংকন ও দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।


পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল পেট্রিক রিডার বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাব আল মান্দেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে। এ এলাকাটি লোহিত সাগরকে গালফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে।


মঙ্গলবার হুতিরা জানায়, তারা আট ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর