ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৫৪

হেফাজতের হরতালে বাস চালানোর ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৪ ২৭ মার্চ ২০২১  

হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে রাজধানী এবং আশপাশের এলাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার বাসও চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার সকালে বাংলামোটরে নিজেদের কার্যালয়ে এই কথা জানান সংগঠনের নেতারা।

 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অধীনে রাজধানীর বিভিন্ন পথে, জেলার নানা উপজেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বাস চলাচল করে। আর এই সমিতি এবং বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে দূরপাল্লার পথে চলাচল করে।

 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একাধিক নেতা জানান, করোনা পরিস্থিতির কারণে দুই মাস বাস বন্ধ ছিল। এরপর চালু হলেও যাত্রী এখনো আগের অবস্থানে যায়নি। এ অবস্থায় হরতালে বাস–মিনিবাস বন্ধ থাকলে পরিবহন মালিক–শ্রমিকরা আবার ক্ষতিগ্রস্ত হবেন। ওই দিন বাস–মিনিবাস চলাচল নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন তারা।

 

একাধিক পরিবহন সূত্র জানায়, রাজধানী ও এর আশপাশে এবং দূরপাল্লার পথের বাসের মালিক–শ্রমিকদের সংগঠনগুলোর নেতৃত্বে রয়েছেন সরকার সমর্থকরা। সরকারবিরোধী কেউ হরতাল ডাকলে বরাবরই তারা বাস চালু রাখার ঘোষণা দেন। এমনকি ২০১৩ ও ২০১৫ সালে জ্বালাও-পোড়াওয়ের সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাস চালু রাখতে তৎপর ছিলেন তারা।

 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘হরতাল কিংবা অন্য কর্মসূচি যদি কারও অধিকার হয়, তাহলে বাস চালানোও আমাদের অধিকার। আমরা রোববার সারাদেশে বাস চালাবো। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। তাদের দায়িত্ব জ্বালাও–পোড়াও ঠেকানো।