ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
১৬

হেলসের শতকে রংপুরের রাইডার্সের টানা চতুর্থ জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ৬ জানুয়ারি ২০২৫  

রংপুরকে বড় টার্গেট দিয়েছিল সিলেট।  টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ এর ওপরে টার্গেট তাড়া করা কঠিন  ব্যাটার অ্যালেক্স হেলসের শতকে টানা চতুর্থ জয়লাভ করলো রংপুর রাইডার্স। একই সাথে দুর্দান্ত জয় দিয়ে বিপিএলের সিলেট পর্ব শুরু করল রংপুর রাইডার্স।

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টায় শুরু হয়। হোম গ্রাউন্ডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৫০ রান। তবে এত বড় সংগ্রহ রংপুরের দাপট থামাতে পারেনি।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। আজিজুল হাকিম তামিম টানা দ্বিতীয় ম্যাচে ‘ডাক’ মারেন। পাঁচ বল খেলেও কোনো রান না করে সাজঘরে ফেরেন। এরপর ম্যাচের চিত্র বদলে যায়। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের দুর্দান্ত জুটিতে ম্যাচ একচেটিয়া দখলে নেয় রংপুর। দ্বিতীয় উইকেটে তারা ১৮৬ রানের জুটি গড়েন।

 

সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে  ৮০ রানে থামেন সাইফ হাসান। তবে অ্যালেক্স হেলস  তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ইংলিশ ব্যাটার শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি বিশাল ছক্কায় সাজানো। রংপুরও মাত্র ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর