ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৩৯

১ বাড়ি থেকেই ৮ মেট্রিক টন মা ইলিশ উদ্ধার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ৩ নভেম্বর ২০২০  

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক বাড়ি থেকে প্রায় ৮ মেট্রিক টন মা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামের সেন্টু সর্দারের বাড়ি থেকে অর্ধ কোটি টাকা মূল্যের এসব মাছ উদ্ধার করা হয়।


লৌহজং উপজেলা সহকারী কশিমশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান অভিযান শেষে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলে লৌহজংয়ের কলামা ইউনিয়নের ডহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

 

এসময় সেন্টু সর্দারের তালাবদ্ধ ঘরের তালা ভাঙতেই সারিবদ্ধ অবস্থায় ৫৯টি কর্কশিটের বাক্স দেখতে পাই। বাক্সগুলো খুলতেই বরফ দিয়ে ঢাকা মা ইলিশের মজুত বেরিয়ে আসে। প্রতিটি বাক্সে প্রায় ১ কেজি ওজনের শতাধিক মা ইলিশ মজুত ছিল।

 

তিনি জানান, প্রজনন সময় সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারাদেশের নদ-নদীতে মা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে। এরপরও কিছু মৌসুমী জেলে ও ব্যবসায়ী অসৎ উপায়ে মুনাফা লাভের আশায় মা ইলিশ নিধন করে থাকেন। এই অভিযানে যে মাছ জব্দ করা হয়েছে তা এক মৌসুমী ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।


লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আমরা চিন্তা করছি, জেলার অন্যান্য উপজেলার মাদরাসা ও এতিম খানায় এসব ইলিশ বিতরণ করা হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর