ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
২৩৯

১০ টাকা কেজির চাল পাচার !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৬ ১০ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল পাচার ও মজুদের অভিযোগে সবুজ নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার বিকালে হাদিরা ইউনিয়নের ভাদুড়িচর গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের ডিলার আব্দুল গণির ছেলে।

 

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল বিতরণ না করে হাদিরা ইউনিয়নের ডিলার আব্দুল গণি গুদামে মজুদ রেখেছেন ও পাচার করছেন। এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালে গণির গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস। এ সময় তার গুদাম থেকে ২২ বস্তা চাল জব্দ করেন তিনি।

 

ম্যাজিস্ট্রেট আসার বিষয়টি টের পেয়ে ডিলার গণি পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা তার ছেলে সবুজকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর