ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৯৯

১০ দেশ থেকে ফ্লাইট আসা নিষিদ্ধ করল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৮ ২১ মার্চ ২০২০  

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বাংলাদেশ শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ১০টি দেশ থেকে ফ্লাইট আগমন নিষিদ্ধ করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) জারি করা এক নোটামে (নোটিশ টু এয়ারম্যান) জানিয়েছে, ২১ থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সিএএবি মুখপাত্র এদিন গণমাধ্যমকে এ কথা জানান। নোটামে বলা হয়, বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়া রোধে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট দেশের কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
এর আগে এ ১০টি দেশ করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশিদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
সরকারি সূত্র জানায়, উল্লেখিত ১০টি দেশ বাদে যুক্তরাষ্ট্র, ব্যাংকক, চীন ও হংকং থেকে ফ্লাইট পরিচালনা উন্মুক্ত থাকবে।
এছাড়া যুক্তরাষ্ট্র বাদে ইউরোপ থেকে বাংলাদেশমুখী সব পর্যটকদের ৩১ মার্চ পর্যন্ত এদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।