ঢাকা, ১৩ এপ্রিল রোববার, ২০২৫ || ২৯ চৈত্র ১৪৩১
good-food
১৭

১২৫ বছর পর অলিম্পিকে ক্রিকেট

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৮ ১১ এপ্রিল ২০২৫  

১০০ বছরের বেশি সময় পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ ক্রিকেট খেলা হয়েছিল। তারপর থেকে অলিম্পিকে অন্যান্য ইভেন্ট হলেও রাখা হয়নি ক্রিকেট ইভেন্ট। দীর্ঘ ১২৫ বছর অলিম্পিকে ফিরেছে ক্রিকেট।

 

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অলিম্পিক গেমসে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে লড়বে ছয়টি করে দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড বুধবার বিষয়টি চূড়ান্ত করেছে। প্রতিটি ক্যাটাগরির জন্য মোট ৯০ জন অ্যাথলেটের কোটা বরাদ্দ করা হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোকে ১৫ জনের স্কোয়াড সাজাতে হবে।

 

দল বাছাইয়ে আইসিসি আইওসিকে পরামর্শ দিয়েছে, একটি নির্দিষ্ট সময়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেট দল নির্বাচন করার জন্য। আয়োজক যুক্তরাষ্ট্র যদি সরসরি খেলার সুযোগ পায়, তাহলে জায়গা বাকি থাকবে পাঁচটি। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব কারা করবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপগুলো কমনওয়েলথ গেমসের মতো অলিম্পিক গেমসেও পৃথক দেশ হিসাবে অংশ নেয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর