ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৩০

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ১০ মার্চ ২০১৯  

ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার সকালে বোয়িং ৭৩৭ আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ইতোমধ্যে যাত্রীদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে আমাদের নির্ধারিত ফ্লাইট ইটি ৩০২ এর বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি।

ধারণা করা হচ্ছে, এতে ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। তবে যাত্রীদের বিস্তারিত তথ্যের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। জীবিত কিংবা সম্ভাব্য প্রাণহানির বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

সকাল ৮.৩৮ মিনিটে বিমানটি বোল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। এর ছয় মিনিট পর সড়কে আদ্দিস আবাবা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণপূর্বের শহর বিশপতুর কাছে এসে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিস টুইটবার্তায় বলেছে, বিমান বিধ্বস্তের কারণে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান সর্বশেষ ২০১০ সালে লেবাননে বড় ধরনের দুর্ঘটনায় পড়ে। এতে ৮৩ যাত্রী ও সাত ক্রু প্রাণ হারান।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর