ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
good-food
৬২২

১৬ মার্চ থেকে অব্যবহৃত ডেটা যোগ হবে: বিটিআরসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ১ মার্চ ২০২২  

মোবাইলের অব্যবহৃত ডেটা ও টকটাইম ১৬ই মার্চ থেকে নতুন প্যাকেজে যোগ হবে। ১লা মার্চ থেকে কার্যকর হবার কথা থাকলেও  মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১লা মার্চ থেকে নয়, কার্যকর হবে ১৬ই মার্চ থেকে।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহক-কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এই ৩টি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারে। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহক-কেন্দ্রিক বিশেষ প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি।

 

বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে। এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই ৪ ধরনের মেয়াদ থাকবে।যে কোনো মেয়াদের প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হবে।