ঢাকা, ০১ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫ || ১৯ মাঘ ১৪৩১
good-food
১৬৩০

১৮৯৫ সালের সঙ্গে ২০১৯ সালের ক্যালেন্ডারের হুবহু মিল !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৮ ১৭ জানুয়ারি ২০১৯  

ইতিহাসের পুনরাবৃত্তিও হয় ! তাও  এই ভাবে !

পুরনো বছরের শতাব্দী প্রাচীন ক্যালেন্ডারও হুবহু মিলে যায় চলতি বছরের ক্যালেন্ডারের সঙ্গে ! এই নিয়েই আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে ১৮৯৫ সালের ক্যালেন্ডার। ২০১৯ সালের ক্যালেন্ডার একদমই ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে, তা দেখা যাচ্ছে এই পোস্টে।

 

তবে এটাই প্রথমবারের জন্য নয়। গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার সমান হয়েছে, এমন দেখা গেছে। এই চক্রাকার পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে বিগত কোনও বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি হয়ে থাকে।

 

তেমনই একটি বছর হল ২০১৯। এটিযমজবা  ‘অনুরূপবছরও বলা হচ্ছে। কোন পার্থক্যই নেই ১৮৯৫ সালের সঙ্গে ২০১৯ এর ক্যালেন্ডারের। দুটি ক্যালেন্ডারেই বছর শুরু হয় মঙ্গলবারেই।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর