ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৬

২ কোটি টাকা পেল দুর্ঘটনায় নিহত ২ নাবিকের পরিবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৫ ১৫ জানুয়ারি ২০১৯  

জাহাজ দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিপূরণ আদায় করে মেরিন সেক্টরে অনন্য নজীর স্থাপন করলো বাংলাদেশি নিয়োগকারী প্রতিষ্ঠান এস.কে ইঞ্জিনিয়ারিং।

২ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ পেল জাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ২ নাবিকের পরিবার।

২০১৮ সালের ৬ জানুয়ারি চীনের পূর্ব উপকূলীয় সমূদ্রসীমায় মালবাহী জাহাজ এম.ভি সিএফ ক্রিস্টালের সঙ্গে ইরানীয়ান ট্যাংকার এম.টি. সানচি দুর্ঘটনায় ২ বাংলাদেশী নাবিকসহ মোট ৩২ জন নিহত হন। এর মধ্যে বাংলাদেশী নাবিক থার্ড অফিসার সজিব আলী মৃধা ও এ.বি হারুন অর রশিদের পরিবারের জন্য বাংলাদেশী নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠান এস.কে ইঞ্জিনিয়ারিং ইরানিয়ান ন্যাশনাল ট্যাংকার কোম্পানির মাধ্যমে বিভিন্ন আর্থিক সহায়তা দিয়েছে। 

এ দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসেবে মোট ২,০৬,৯৭,৬৭৮/- টাকা আদায় করতে সক্ষম হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান এস.কে ইঞ্জিনিয়ারিং।

১৫ জানুয়ারি মঙ্গলবার সকালে নৌ-পরিবহন অধিদপ্তরে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে উক্ত ২,০৬,৯৭,৬৭৮/- টাকা হস্তান্তর করা হলো। যা বাংলাদেশের মেরিন সেক্টরের ইতিহাসে বিরল ঘটনা।

অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সজীব আলী মৃধার মা জোসনা ৮৭,৩৯২০৫ টাকা এবং হারুন অর রশীদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ১,১৯,৫৯১৩৩ টাকার চেক গ্রহণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নৌ-পরিবহন সচিব আব্দুস সামাদ, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম এনডিসি. পিএসসি. বিএন, চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার, চিফ ইঞ্জিনিয়ার এ্যাÐ চিফ সার্ভেয়ার মঞ্জুরুল কবীর, কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ, মেরিন একাডেমি কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন এবং এস.কে ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান এম.এ মান্নান ও পরিচালক ক্যাপ্টেন মোঃ শাহ আলম, ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের সহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এস.কে ইঞ্জিনিয়ারিং-এর পক্ষ থেকে কমকর্তারা জানান, মানবিক কারণে মৃত দুই পরিবারকে সবসময় সহযোগিতা দেবে এই প্রতিষ্ঠান।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর