ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২১০৯

২০২০ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৪ ২০ ফেব্রুয়ারি ২০১৯  

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে কাকরাইল মারকাজের মুরব্বিরা ২০২০ সালের বিশ্ব ইজতেমার তারিখ ২০ জানুয়ারি ঘোষণা করেছিলেন। দ্বিতীয় পর্বের শেষ দিন গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) নিজামুদ্দিনের মুরব্বিরা ২০২০ সালের ৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার পাল্টা তারিখ ঘোষণা দেন।

কয়েক বছর ধরেই তাবলিগ জামাতে দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে।  চলতি বছর বিশ্ব ইজতেমা অনিশ্চিত হয়ে যায়। ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সরকারি উদ্যোগে উভয় গ্রুপের মুরব্বিদের যৌথ বৈঠকে একসঙ্গে মিলেমিশে ৪দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে ইজতেমা মাঠের বয়ান ও মোনাজাতকে কেন্দ্র করে তা বিরতি ছাড়াই দুইভাবে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় ৬দিন ইজতেমা অনুষ্ঠিত হয়।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর