ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০০

২০২১ সালে সবচেয়ে জনপ্রিয় ইমোজি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৯ ৫ ডিসেম্বর ২০২১  

সোশ্যাল মিডিয়া সাইট হোক কিংবা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, যেকোনো জায়গায় চ্যাটের ক্ষেত্রেই ইমোজি খুব গুরুত্বপূর্ণ। যেকোনো সাধারণ মেসেজকে আরও অর্থপূর্ণ করে তোলা যায় ইমোজির সাহায্যে। মনের কথাকে মেসেজের সাহায্যে বোঝাতেও ইমোজির জুড়ি মেলা ভার। আবার অনেক সময় হাতে কম সময় থাকলেও ইমোজির মাধ্যমে রেসপন্স পাঠিয়ে দেওয়া যায়।

 

ইউনিকোড কনসরটিয়াম নামে একটি ল্যাঙ্গুয়েজ ডিজিটাইজিং সংস্থা ২০২১ সালে ইউজারদের দ্বারা সবচাইতে ব্যবহৃত ইমোজিগুলো একটি তালিকা সামনে নিয়ে এসেছে। এই বছর সবচেয়ে বেশি যে ইমোজি ব্যবহার করা হয়েছে তা হল “Face with tears of joy” বা হাঁসতে হাঁসতে কেঁদে ফেলা।

 

ইউনিকোড কনসরটিয়াম সংস্থার রিপোর্টে ইউজারদের ইমোজি ব্যবহার করার বিষয়ে বেশ কয়েকটি দারুণ জিনিস লক্ষ করা গেছে। যেমন রিপোর্টে যে সেরা ১০০টির ইমোজির কথা বলা হয়েছে, তা ৮২% ইউজারই বেশিরভাগ সময়ে ব্যবহার করেছেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ডিজিটাল দুনিয়ায় ইমোজির সংখ্যা নেহাতই কম নয়। সবমিলিয়ে মোট ৩.৬৬৫ টি ইমোজি রয়েছে।