ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৫

২০২৩ সালেই ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন চলবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ৩০ আগস্ট ২০২২  

পর্যটনের রাজধানীখ্যাত বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার। প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করেন। তবে যাতায়াতে ভোগান্তির কারণে অনেকেই নয়নাভিরাম এ সমুদ্রসৈকতমুখী হন না।

 

সহজ যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা। আগস্ট পর্যন্ত অগ্রগতি হয়েছে ৭৪ শতাংশ। আগামী বছরের ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মফিজুর রহমান।

 

তিনি বলেন, আগামী বছরের আগস্টের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল শুরু হবে বলে আশা করছি। প্রতিমাসে ৮/১০ কিলোমিটার রেললাইন বসানোর কাজ চলছে। কক্সবাজারের ঝিনুকের আদলে করা দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনের কাজ শেষ পর্যায়ে।