ঢাকা, ২৪ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১০ পৌষ ১৪৩১
good-food
৩৩

২০২৫ সালে স্কুলে ছুটি থাকবে কত দিন, তালিকা প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪২ ২৪ ডিসেম্বর ২০২৪  

২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার সই করা এক প্রজ্ঞাপনে তা প্রকাশ করা হয়।

 

এতে বলা হয়, শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে। 

 

রহিমা আক্তার বলেন, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এর বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দু’দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এ ছাড়া আগামী বছর মোট ছুটি থাকবে ৭৬ দিন।