ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৭৪

ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০৯৬

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ২৯ জুলাই ২০১৯  

দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন থেকে তথ্য পাওয়া গেছে।
নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

রাজধানী ঢাকার বাইরেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এ কারণে আতংকিত সবাই। 
প্রতিবেদন থেকে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫, মিটফোর্ড হাসপাতালে ১১৩, ঢাকা শিশু হাসপাতালে ৩৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪১, বারডেম হাসপাতালে ২৩, বিএসএমএমইউতে ৩৭, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০, বিজিবি হাসপাতাল পিলখানায় ১০ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৬৫ জন ভর্তি হন। ঢাকা শহর ছাড়া এ বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ছয়জন সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রাজধানীর বাইরে এখন পর্যন্ত ১২৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৩১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর