ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৭০

৩ হাসপাতাল ঘুরে মারা গেলেন চিকিৎসক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০০ ১০ জুন ২০২০  

দক্ষিণাঞ্চলের  সর্বাধুনিক হাসপাতালের মালিক, গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. আনোয়ার ঢাকায় তিন হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে মারা গেছেন। সোমবার তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রথমে স্কয়ার, তারপর এ্যাপোলো, এবং আরো একটি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও বিফল হন নিকটাত্মীয়রা। শেষ পর্যন্ত বাড্ডার একটি হাসপাতালে ভর্তি করা হলেও রাতে মারা যান তিনি। এই মানুষটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
মাটির মানুষ হিসেবে পরিচিত ডা. আনোয়ার  শল্যচিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার বাড়ি ঝালকাঠির মানপাশায়। এক ছেলে এক মেয়ে, স্ত্রী ও এক ভাই নিয়ে যৌথ পরিবার। শিক্ষানুরাগী হিসেবে তার সুনাম চারদিকে।  একটি স্কুলের সভাপতি।
 স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক। তিনি বরিশালে নির্মাণ করেন ১১ তলাবিশিষ্ট রাহাত আনোয়ার হাসপাতাল। শল্যচিকিৎসক হিসেবে দক্ষ হওয়ায় রোগী থাকত সব সময়। ফিস নিয়ে কোনো রোগীর অনুযোগ ছিল না। বিএনপি নেতা এডভোকেট আলী হায়দার বাবুল  ২ দিন আগে ফেস বুকে লিখেছিলেন, ডা. আনোয়ারের অক্লান্ত সেবায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছিলেন।
 পুত্র ও কন্যা দুজনেই মেডিকেল স্টুডেন্ট। মঙ্গলবার নিজবাড়ি ঝালকাঠির মানপাশায় তাকে দাফন করা হয়।

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর