ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৩১

৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে টিসিবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৮ ১৫ জুলাই ২০২৩  

টিসিবির কার্ডে ৩০ টাকা কেজিতে চাল, ১০০ টাকা লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে মসুর ডাল এবং ৭০ টাকা ধরে চিনি কিনতে পারবেন উপকারভোগীরা।

 

রোববার (১৬ জুলাই) থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে টিসিবির নির্ধারিত ডিলারদের কাছ থেকে এসব পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা। তবে প্রতিজন মাত্র ৫ কেজি চাল কিনতে পারবেন। 

 

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক কোটি পরিবারের কাছে সুলভমূল্যে খাদ্য সামগ্রী বিক্রির অংশ হিসেবে এ চাল বিক্রি হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

টিসিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

 

চলতি মাস (জুলাই) থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্যের সাথে খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।