ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৯

৩৯ বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৫ ১ নভেম্বর ২০২০  

বিসিএস ক্যাডারভুক্ত ৩৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদায় পদোন্নতি দিতে এবং তাদের সব সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের দেয়া রায়ের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাব্বী।

 

রোববার ২০১৩ সালে জারি করা একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা-ই রাব্বী।


আইনজীবী রেজা–ই রাব্বী সাংবাদিকদের বলেন, পদোন্নতি বঞ্চিত হয়ে বীর মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. খলিলুর রহমানসহ ৩৯ কর্মকর্তা এর আগে ২০১৩ সালে হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত প্রাথমিকভাবে সেই বছরই রুল জারি করেছিলেন। রুলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সচিব ও উপসচিব পদবঞ্চিতদের সুযোগ-সুবিধা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর