ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৯৯

৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বিমানের ফ্লাইটে নিষেধাজ্ঞা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩১ ৯ জুলাই ২০২০  

আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে ইতালি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর ফলে বাংলাদেশি নাগরিক ছাড়াও বিদেশি নাগরিকরাও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না।
বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করেছে ইতালির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট ইতালিতে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সিভিল অ্যাভিয়েশন অথরিটি ব্যবস্থা নেবে। এমনকি কোনো ট্রানজিট ফ্লাইটেও বাংলাদেশি যাত্রী ইতালিতে প্রবেশ করতে পারবে না।

এ নোটাম জারির পর কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিগামী কোনো যাত্রী তারা নেবে না।

উল্লেখ্য, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বিশেষ ফ্লাইটের ২১ যাত্রীর দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে ইউরোপের দেশটিতে। রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে সেখানে নামতে না দিয়ে ফেরত পাঠায় ইতালি।