ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৪

৫ মিনিটেই ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৪৮ ৭ এপ্রিল ২০২৩  

আসন্ন ঈদ যাত্রায় আজ শুক্রবার থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে মাত্র ৫ মিনিটে ট্রেনের ২৪ হাজার অগ্রিম টিকিট  বিক্রি হয়ে গেছে।  

 

এবার ট্রেনের টিকিট যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারই প্রথম সব আন্ত:নগর ট্রেনের টিকিট অনলাইনে দেয়া হয়। আর এই সুবিধা গ্রহণ করেছেন সাধারণ যাত্রীরা। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হবার ১ মিনিটের মাথায় আট হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম দিনের ২৪ হাজার ৭২৫টি টিকিট বিক্রি হতে সময় লাগে মাত্র ৫ মিনিট। 

 

শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় শুনসান নীরবতা। যাত্রীদের কোন হাকডাক নেই। কাউন্টার ফাঁকা। টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন নেই। 

 

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, অনলাইনে টিকিট বিক্রি সহজ হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট পাচ্ছে। তিনি জানান, এবার মাত্র ৫ মিনিটেই রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি হয়নি।

 

এসময় রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম শফিকুর রহমান জানান, অনলাইনে সব টিকিট দেয়ায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে। এখন আর কাউকে স্টেশনে এসে রাত জেগে লাইনে দাঁড়াতে হয় না। আমাদের পরিশ্রমও অনেক কমে গেছে। 

 

আজ বিক্রি করা হয়েছে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।

 

ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস—এই সাতটি ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না।