ঢাকা, ১৩ এপ্রিল রোববার, ২০২৫ || ২৯ চৈত্র ১৪৩১
good-food
১৭

৫২ বছরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ইউপি সদস্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩২ ১১ এপ্রিল ২০২৫  

৫২ বছর বয়সে এসেও এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভ করা এক সময়ের মেধাবী ছাত্র দুলু ১৯৯০ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ওই পরীক্ষায় তিনি বহিষ্কার হলে মানসিকভাবে ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। অবশেষে ৩৫ বছর পর চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। 

 

রাজশাহী জেলার চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদ্রাসা থেকে তিনি এ বছর এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।  করমদোশী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন দুলু জানান, ছোটবেলা থেকেই তিনি ভালো ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। 

 

১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পর্রীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তৎকালীন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বহিস্কার করেন। অনাকাঙ্খিত ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং লেখাপড়া বন্ধ হয়ে যায়। তিনি ছোটখাটো ব্যবসা করে জীবন চালাতেন। কিন্তু তার পরিবারের সবাই শিক্ষিত। কেবল তিনিই কম শিক্ষিত হওয়ায় প্রতিনিয়তই মনের ভেতরে চাপা কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছিল। 

 

২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর করমদোশী ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হওয়ার পর তিনি নতুন করে লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি ওই মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। এবার তিনি এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি সবার দোয়া প্রত্যাশা করেন। 

 

জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু বয়সের বাধাকে উপেক্ষা করে এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নেওয়ায় তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি তার সাফল্য কামনা করেন।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর