ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৬৬

৬ শর্তে সমঝোতায় পৌঁছছে ইউক্রেন-রাশিয়া, দাবি তুরস্কের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৬ ২১ মার্চ ২০২২  

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া-ইউক্রেন। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন তিনি। খবর বিবিসির।

 

রোববার (২০ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে মেভলুত কাভুসোগলু বলেন, 'যুদ্ধ এখনও চলছে। এতে বেসামরিক লোকজন নিহত হচ্ছেন। যুদ্ধ বন্ধে উভয় পক্ষ শর্ত জুড়ে দিয়েছে। আমরা দেখছি, তারা চুক্তির কাছাকাছি এসেছে।' 

 

চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন সফর করেছেন কাভুসোগলু। দুই দেশের সঙ্গেই তরস্কের সুসম্পর্ক রয়েছে। তিনি জানান, রুশ ও ইউক্রেনীয়দের মধ্যে সমঝোতাকারী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে আঙ্কারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তুর্কি মন্ত্রী। কারণ, তারা সুশৃঙ্খলভাবে সমঝোতা করার চেষ্টা করছেন। 

 

যে ৬ শর্তে সমঝোতায় পৌঁছছে রাশিয়া-ইউক্রেন 

১. ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে। অর্থাৎ ন্যাটোতে যোগ দিতে পারবে না তারা।

২. রাশিয়াকে নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।

 

৩. তথাকথিত ইউক্রেনের নাৎসি গোষ্ঠী মুক্ত করতে হবে। 

৪. ইউক্রেনে রুশ ভাষা ব্যবহারে প্রতিবন্ধকতা দূর করতে হবে।

 

৫. বিচ্ছিন্ন দোনবাস অঞ্চলকে স্বাধীন মর্যাদা দিতে হবে। 

৬. ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়াকে মর্যাদা দিতে হবে।

 

এর আগে শনিবার (১৯ মার্চ) এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখনই সময় শান্তি আলোচনা করার। আঞ্চলিক বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ার।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর