ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
৬৮

৭ উইকেট শিকার করে তাসকিনের ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৭ ২ জানুয়ারি ২০২৫  

৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর পেস আক্রমণে আক্ষরিক অর্থেই তিনি হয়ে উঠেছিলেন দুর্বার। ঢাকার স্কোরবোর্ডে ১৭০ এর বেশি রান উঠলেও আলোচনার কেন্দ্রে তাসকিনই। ঢাকার ৯ উইকেটের ৭টিই দখল করেছেন ডানহাতি স্পিডস্টার। 

 

এর বদৌলতে বিপিএলে ইতিহাস গড়েছেন তাসকিন। গত ১১ আসরে এটিই এখন সেরা বোলিং ফিগার। তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরকে। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এতদিন যা ছিল সেরা বোলিং স্পেল। 

 

এবার তাকে ছাড়িয়ে গেলেন তাসকিন।স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তিনি। যদিও এই রেকর্ডে টাইগার গতিতারকা শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রান খরচায় নেন ৭ উইকেট।

 

ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে তুলে নেন ১৮ রানের বিনিময়ে ৭ উইকেট। এদের পাশে ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক টি-টোয়েন্টি ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি এখন বাংলাদেশের পেসারের। 

 

এদিন তাসকিন আহমেদ শুরুটা করেছিলেন লিটনকে তুলে নিয়ে। এরপর ফেরান তানজিদ হাসান তামিমকে। পরে একে একে লাভ করেন আরো ৫ উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর