ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪১

৮ ডিসেম্বর ভারত বনধের ডাক কৃষকদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৯ ৫ ডিসেম্বর ২০২০  

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ৮ ডিসেম্বর ভারত বনধের (বাংলাদেশে যা হরতাল নামে পরিচিত) ডাক দিয়েছেন তারা। ওই দিন সারাদেশে প্রতিটি টোল প্লাজা এবং রাস্তা আটকে প্রতিবাদ করবেন বিক্ষোভকারীরা।

 

দিল্লিমুখী সব রাস্তা বন্ধ করার হুশিয়ারি দিয়েছেন চাষিরা। দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে বলে জানিয়েছেন তারা।

 

এরই মধ্যে কেন্দ্রের সঙ্গে পঞ্চম দফায় বৈঠকে বসছেন কৃষক প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, এবার বেশ কিছু প্রস্তাব রাখতে পারে মোদি সরকার।

 

শনিবার এই বৈঠক হবে। এতে কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ উপস্থিত থাকবেন।

 

হাজির থাকবেন গুরনাম সিং চাঁদোনিসহ একাধিক কৃষক নেতা। স্বাভাবিকভাবেই এদিন দাবি-দাওয়া না মানলে বিক্ষোভ আরও জোরালো হবে।

 

গেল ২৭ সেপ্টেম্বর ভারতে নতুন তিন কৃষি সংস্কার বিল পাস হয়। এরপরই তা বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেন কৃষকরা। তাদের স্লোগানে এখন মুখরিত দেশটির রাজধানী। সারাদেশে পথে নেমেছেন মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানো মানুষগুলো।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর